বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

মেডিকেল শিক্ষার্থীকে গুলি করা শিক্ষক বরখাস্ত

ভাইভা ক্লাস চলাকালীন সিরাজগঞ্জ শহিদ এম মনসুর আলী মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে শিক্ষক রায়হান শরিফ অস্ত্র বের করে এক শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব দূর-রে শাহওয়াজ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, ডা. মো. রায়হান শরীফ (২১৩৮৯২), প্রভাষক (কমিউনিটি মেডিসিন), শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ, সিরাজগঞ্জ-কে ফৌজদারি অপরাধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তার হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক খোরপোশ ভাতা প্রাপ্ত হবেন। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ পুলিশ সুপার (এসপি) আরিফুর রহমান মন্ডল গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থী তমাল ডান উরুতে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনায় ওই শিক্ষককে আটক করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে উদ্ধার করা হয়েছে একটি অবৈধ অস্ত্রও।’

টিএইচ