শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১
The Daily Post

মেরামত কাজ শেষে চট্টগ্রাম-সিলেটের আপলাইন ট্রেন চলাচলে উপযোগী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

মেরামত কাজ শেষে চট্টগ্রাম-সিলেটের আপলাইন ট্রেন চলাচলে উপযোগী

ব্রাহ্মণবাড়িয়ায় গরমে ফের বেঁকে যাওয়া রেল লাইন মেরামত কাজ শেষে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন ট্রেন চলাচলে উপযোগী করা হয়েছে। গত শনিবার সন্ধ্যায় মেরামত কাজ শেষে আপলাইনটি সচল করা হয়। 

আখাউড়া রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান মো. তারেক বলেন, বিকেলের পর বেঁকে যাওয়া রেললাইনের তাপমাত্রা কমে আসার পর দ্রুত মেরামত কাজ শেষ করা হয়েছে। সে সাথে স্লিপার ফিটিংস কাজ শেষে চট্টগ্রাম-সিলেটের সাথে ঢাকামুখী আপলাইন সচল করা হয়েছে। রেললাইন বেঁকে যাওয়া রোধে আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছি। ভবিষ্যতে এ ধরণের ঘটনা রোধে পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি।  

রেলওয়ে সূত্র জানায়, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে গেলেই রেল লাইন বেঁকে যাওয়ার সম্ভাবনা দেখা দেয়। সকালে তীব্র গরম প্রায় ৫০ ডিগ্রি সেলসিয়াস থাকায় রেললাইন আবারো বেঁকে যায়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনের ৭টি বগি ব্রাহ্মণবাড়িয়া শহরের দারিয়াপুর এলাকায় লাইনচ্যুত হয়। রেলওয়ে বিভাগ জানায়, গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। 

এরপর রেলওয়ে বিভাগ ৩০ ঘন্টার তৎপরতা চালিয়ে শুক্রবার রাতে ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচলের উপযোগী করলেও গত শনিবার সকাল ১১ টায় রেল লাইন আবারো একই স্থানে অত্যধিক গরমে লাইন বেঁকে ফের ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। তবে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছিল।  

টিএইচ