জামালপুরের মেলান্দহে ডিসি পরিচয় দিয়ে চাঁদাবাজির মামলায় অন্যতম সহযোগী ও একাধিক মামলার পলাতক আসামি মনির হোসেন জুইসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৩ মার্চ) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গত শনিবার গভীর রাতে উপজেলার চারাইলদার পশ্চিম পাড়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেলান্দহ থানা পুলিশ। বিষয়টি জানিয়েছেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম।
গ্রেপ্তার মনির হোসেন জুইস (৩৫) উপজেলার চারাইলদার পশ্চিম পাড়া এলাকার মো. সুরুজ প্রামানিকের ছেলে। তিনি স্থানীয়ভাবে শ্রমিকলীগের রাজনীতির সঙ্গেও জড়িত বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন সাকিব নামের এক প্রতারক দীর্ঘদিন ধরে নিজেকে জেলা প্রশাসকের লোক (ডিসি) পরিচয় দিয়ে মেলান্দহ উপজেলার বিভিন্ন বালু ঘাটে চাঁদা আদায় করছিলেন। এ কাজে তার প্রধান সহযোগী ছিল মনির হোসেন জুইস।
গত ১৭ মার্চ উপজেলার চারাইলদার এলাকায় বালু ব্যবসায়ী রেজাউল ইসলামের কাছে চাঁদা দাবি করতে গেলে স্থানীয়রা সাজ্জাদ হোসেন সাকিবকে ধরে ফেলে। তবে ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায় জুইস। খবর পেয়ে পুলিশ সাকিবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পরে বালু ব্যবসায়ী রেজাউল ইসলাম বাদী হয়ে মেলান্দহ থানায় সাকিব ও জুইসের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হওয়া সাজ্জাদ হোসেন সাকিবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
ঘটনার পর থেকে পলাতক থাকা জুইসকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত শনিবার রাতেই গ্রেপ্তার করে পুলিশ। পরে রোববার (২৩ মার্চ) তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘ডিসি পরিচয়ে চাঁদাবাজির মামলার অন্যতম সহযোগী মনির হোসেন জুইসকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক চাঁদাবাজির মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
টিএইচ