সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মেলান্দহে স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি 

মেলান্দহে স্কুলছাত্রী অপহরণ মামলায় যুবক গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে স্কুলছাত্রী অপহরণের মামলায় ফারুক হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার উপজেলার শ্যামপুর এলাকা থেকে ফারুককে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার পূর্ব আদ্রা এলাকার শহিদুল্লাহর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার কোচিং করতে গিয়ে নিখোঁজ হয় ওই স্কুলছাত্রী (১৪) পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওইদিনই পরিবারের পক্ষ থেকে থানায় জিডি করলে স্কুলছাত্রী উদ্ধারে মাঠে নামে পুলিশ।

গত রোববার অভিযান চালিয়ে শ্যামপুর এলাকা থেকে উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃত্বে একদল পুলিশ সদস্য স্কুলছাত্রী ও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করে। 

এ ঘটনায় রোববার সন্ধ্যায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ফারুককে মূল ও তার চার বন্ধুকে সহযোগী হিসেবে অভিযুক্ত করে থানায় মামলা করে। সোমবার (২২ মে) গ্রেপ্তার ফারুককে আদালতে পাঠিয়েছে পুলিশ।

এ বিষয়ে মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, অপর আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

টিএইচ