সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি গ্রেপ্তার

মেহেরপুর প্রতিনিধি 

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক এমপি গ্রেপ্তার

মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আমজাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) উপজেলার পোড়াপাড়ার নিজ ইটাভাটা থেকে নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। 

আমজাদ হোসেন বর্তমানে গাংনী উত্তর পাড়ায় বসবাস করছেন তবে তার গ্রামের বাড়ি উপজেলার হিন্দা গ্রামে। সে ওই গ্রামের মৃত আখের মণ্ডলের ছেলে। 

গাংনী থানার ওসি মো. তাজুল ইসলাম বলেন, নাশকতা মামলার আসামি মেহেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মো. আমজাদ হোসেন তার নিজ ইটভায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়। 

মামলার তদন্তকারী কর্মকর্তা এস হাফিজুর রহমান বলেন, মো. আমজাদ হোসেনসহ ১২ জনের নামে অবিস্ফোরিত বোমাসাদৃশ্য বস্তু ও লাঠিসোটা উদ্ধারের মামলা করা হয়। মামলা নং ০৫। সেই মামলায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে জামিন নামঞ্জুর করে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

টিএইচ