সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মেহেরপুরে কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন

কুলবাড়িয়া গ্রামকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি দিয়েছে কুলবাড়িয়া গ্রামবাসী। রোববার (১৯ মে) মেহেরপুর জেলা প্রাশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেছে। 

মানববন্ধন শেষে জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার ও মাদক নিয়ন্ত্রণ অফিসে স্মারকলিপি দিয়েছে  কুলবাড়িয়া গ্রামবাসী। সাবেক ছাত্রনেতা ও কুতুবপুর ইউনিয়ন আ.লীগের সদস্য জুয়েল রানার নেতৃত্বে কুলবাড়ীয়া গ্রামের স্কুলছাত্রসহ কয়েকশ নারী পুরুষ এ মানববন্ধনে অংশ নেয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, কুলবাড়িয়া গ্রামে এখন প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন হয়। মেহেরপুরের চিহ্নিত সন্ত্রাসী দুখু বাহিনির সদস্য ঝন্টু বিশ্বাস এর নেতৃতে দেয়। সে কারণে তার ভয়ে কেউ কিছু বলতে পারেনা। তবে মাদকের কারণে কুলবাড়ীয়া গ্রামের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা সকল হুমকি ধামকি উপেক্ষা করে রাস্তায় নামতে বাধ্য হয়েছি।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আরও বলেন, মাদক সম্রাট ঝন্টু বিশ্বাসের মাদক সেবন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সে একজন মাদক বিক্রেতা সেটাও ইউনিয়নের সবাই জানে। তাই তাকে আটক করে কুলবাড়ীয়া গ্রামকে মাদকমুক্ত করার জোর দাবি জানান।

টিএইচ