বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মেহেরপুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

মেহেরপুরের গড়পুকুরে পানিতে ডুবে তৌফিক হোসেন নামের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তৌফিক হোসেন মেহেরপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের নতুনপাড়ার মোজাম্মেল হোসেনের ছেলে ও মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। রোববার (২ জুন) সহপাঠীদের সঙ্গে গোসল করার সময় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বন্ধুদের সঙ্গে মেহেরপুর গড় পুকুরে গসল করতে এসে সে পানিতে ঝাপ মারে। এরপর সে পানির নিচে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়। পরে স্থানীয় এলাকাবাসী ও মেহেরপুর ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সউদ কবীর তাকে মৃত ঘোষণা করে।

মেহেরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শামীম রেজা বলেন,  তৎক্ষনিক আমাদের ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুরে শিশুটির অনুসন্ধানে নেমে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালানোর পর আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে হাসাপাতালে প্রেরণ করি।

টিএইচ