বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মেহেরপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি  

মেহেরপুরে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মেহেরপুরের আমঝুপিতে পেশাগত দায়িত্ব পালনকালে চ্যানেল ২৪ এর স্টাফ রিপোর্টার রাশেদুজ্জামান ও দৈনিক জবাবদিহি পত্রিকার মেহেরপুর জেলা প্রতিনিধি সিরাজউদ্দৌলা পাভেলের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর প্রেস ক্লাব। 

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে মেহেরপুর প্রেস ক্লাবের আহ্বায়ক মহাসিন আলী আঙ্গুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুরের সিনিয়র সাংবাদিক তুহিন অরণ্য মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক মেহেরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফারুক হোসেন, জাগো মেহেরপুর সংগঠনের সমন্বয়ক শোয়েব রহমান, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন প্রমুখ। 

এ মানববন্ধনে একত্মতা ঘোষণা করেন জাগো মেহেরপুর, মিতৃকা গ্রুপ থিয়েটার, উই আর ফর পিপলসহ বেশ কিছু সংগঠন।

টিএইচ