রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
সিরাজগঞ্জ শ্রেষ্ঠ পৌরসভা  নির্বাচিত

মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে নাগরিক সংবর্ধনা

সিরাজগঞ্জ প্রতিনিধি  

মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে নাগরিক সংবর্ধনা

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সিরাজগঞ্জ পৌরসভা শ্রেষ্ঠ নির্বাচিত হওয়ায় সোমবার (১৬ অক্টোবর) পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মুক্তিযোদ্ধা সংসদ, প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক,সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে মেয়রকে পুষ্পস্তবক ও ক্রেস্ট প্রদান করা হয়। 

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, সরকার জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস কার্য্যক্রমে অসাধারণ অবদানের স্বীকৃতি স্বরুপ সিরাজগঞ্জ পৌরসভা শ্রেষ্ঠত্ব অর্জন করায় পৌরমেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তাকে জানাই অভিনন্দন। এই সন্মান শুধু পৌরসভার নয়-এ সন্মান সমগ্র পৌরবাসীর।

পৌরসভা চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানে প্যানেল মেয়র -১ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সাভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সুর্য্য, সাংবাদিক ফেরদৌস রবিন, পৌর কাউন্সিলর রুমানা রেশমা, অধ্যক্ষ সাইফুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য, পর পর দু’বার সিরাজগঞ্জ পৌরসভা শ্রেষ্ঠত্ব অর্জন করে।

টিএইচ