মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
ঢাকা মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৬ কার্তিক ১৪৩১
The Daily Post

মোংলায় ৬৮৫৩ কিশোরী পাবেন এইচপিভি টিকা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি  

মোংলায় ৬৮৫৩ কিশোরী পাবেন এইচপিভি টিকা

মোংলায় জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী এইচপিভি টিকাদান কার্যক্রমের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. শাহিনের সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়- আগামী ২৪ অক্টোবর থেকে ১৮ দিনব্যাপী (৫ম শ্রেণি থেকে ৯ম শ্রেণির ছাত্রী) স্কুল ও কমিউনিটি পর্যায় ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ টিকা প্রদান করা হবে।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. মো. শাহিন জানান, আজকের কিশোরী আগামী দিনের মা। তাদের সুস্বাস্থ্যের উপর নির্ভর করবে ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষা। বৈশ্বিকভাবে সাধারণত নারীরা যে সকল ক্যান্সারে আক্রান্ত হয়ে থাকেন তারমধ্যে জরায়ুমুখ ক্যান্সার সর্বোচ্চ চতুর্থ স্থানে রয়েছে। 

আর বাংলাদেশি নারীদের ক্ষেত্রে এটি সর্বোচ্চ দ্বিতীয় স্থানে। ২০২০ সালের তথ্য-উপাত্ত অনুযায়ী প্রতিবছর বিশ্বে ছয় লাখের বেশি নারী জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত হন। যার মধ্যে প্রায় তিন লাখ মৃত্যুবরণ করেন। এর প্রায় ৯০ ভাগই মৃত্যুই বাংলাদেশের মত উন্নয়নশীল বা স্বল্পোন্নত দেশগুলোতে ঘটে থাকে। দেশের ৭টি বিভাগে আগামী ২৪ অক্টোবর থেকে একযোগে এইচপিভি টিকা প্রদান কার্যক্রম শুরু হবে।

সভায় মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিন, মেডিকেল অফিসার ডা. মোহাইমেন ইবনে মোস্তাফিজ, আবাসিক মেডিকেল অফিসার ডা. আফসানা নাঈমা হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ইশরাত জাহান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবকুমার পাল, ইপিআই মেডিকেল টেকনোলজিস্ট সুব্রত মন্ডল ও পুলিশ কর্মকর্তা (ওসি তদন্ত) প্রভাষ মল্লিকসহ স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।

টিএইচ