বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

মোরেলগঞ্জে রেন ওয়াটার হারভেস্টিং বিতরণ

মোরেলগঞ্জ প্রতিনিধি

মোরেলগঞ্জে রেন ওয়াটার হারভেস্টিং বিতরণ

বাগেরহাটের মোরেলগঞ্জে ইবতেদায়ী মাদ্রাসা ও এতিমখানায় বৃষ্টির পানি সংরক্ষণের জলাধার রেইন ওয়াটার হার্ভেস্টিং বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৫ নভেম্বর) মোরেলগঞ্জে মডেল রিসোর্স সেন্টার, ইসলামিক ফাউন্ডেশন অস্থায়ী কার্যালয়ে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর মোরেলগঞ্জের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার এস,এম,তারেক সুলতানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাগেরহাট-৪ আসনের এমপি  অ্যাড. আমিরুল আলম মিলন  উপস্থিত থেকে মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে এগুলো বিতরণ  করেন। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য ও প্রকৌশলী মো. মনিরুজ্জামান মনির, পৌর কাউন্সিলর আজিজুর রহমান মিলন, আলহাজ্ব রহমতিয়া এতিমখানা ও হেফজখানার সভাপতি আব্দুল গফফার হাওলাদা, সাধারণ সম্পাদক নেসারুদ্দিন তালুকদার (বাদশ)  ইসলামী ফাউন্ডেশন উপজেলা শাখার নেতারাসহ উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসা ও  এতিমখানার শিক্ষকরা।

টিএইচ