বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মোরেলগঞ্জে শহীদ মাহাফুজুরের কবর জিয়ারত করলেন জেলা এসপি

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

মোরেলগঞ্জে শহীদ মাহাফুজুরের কবর জিয়ারত করলেন জেলা এসপি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় বীর শহীদ মাহাফুজুর রহমানের কবর জিয়ারত করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার মো. তৌহিদুল ইসলাম।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দলনে ঢাকা মিরপুর আলহাজ আব্বাস উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে পুলিশের গুলিতে শাহাদাৎ বরণ করেন। 

গত শুক্রবার জেলা পুলিশ সুপার মাহফুজের কবর জিয়ারত করেন। তাকে দেখে কান্নায় ভেঙে পড়ে মাহাফুজের পিতা. মো. অব্দুল মাান্নান। 

তাদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন, জামায়াত নেতা অধ্যাপক অব্দুল আলিম, উপজেলা বিএনপি আহ্বায়ক শহিদুল হক বাবুল, পৌর বিএনপির সদস্য সচীব শিকদার ফরিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। 

টিএইচ