বাগেরহাটের মোল্লাহাটে স্বাধীনতা ও জাতীয় দিবসের প্রস্তুতিমূলক সভা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই সভায় দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় উদযাপন এবং মোল্লাহাটের ৭টি ইউনিয়নের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, আরএমও ডা. বিভূতি মল্লিক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রাজিব সাহা, উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
টিএইচ