রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার পৌরসভার উদ্যাগে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পৌরসভার উদ্যাগে বঙ্গবন্ধু শিক্ষাবৃত্তি অনুষ্ঠিত

মৌলভীবাজারে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) পৌরসভার আয়োজনে পৌর জনমিলন কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

পৌরমেয়র মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, প্রফেসর ড. গৌর গোবিন্দ গোস্বামী উপ-উপাচার্য, উত্তরা ইউনিভার্সিটি।

বিশেষ অতিথি ছিলেন, প্রফেসর ড. মো. ফজলুল আলী সাবেক অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি কলেজ, মোহাম্মদ আবদুল খালিক সাবেক অধ্যক্ষ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ ও সভাপতি, পৌরসভা শিক্ষা কমিটি, মোহাম্মদ ফজলুর রহমান জেলা শিক্ষা অফিসার, জসীম উদ্দীন মাসুদ জেলা শিশু বিষয়ক কর্মকর্তা।

টিএইচ