রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পৌরসভার বাজেট ঘোষণা

মৌলভীবাজার পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের ২০২ কোটি ৯৬ লাখ ৬৩ হাজার ৫৭৯ টাকা ৬ পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে। 

বুধবার (৫ জুলাই) পৌরসভা হলরুমে বাজেট ঘোষণা করেন পৌরমেয়র মো. ফজলুর রহমান। বাজেট বক্তব্যে মেয়র বলেন, ঋণের বোঝা মাথায় নিয়ে আমি মৌলভীবাজার পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলাম। ধাপে ধাপে পৌরসভার আয় দিয়ে আমি তা পরিশোধ করেছি।

এ সময় পৌরসভাকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য নানা উদ্যোগ ও পরিকল্পনার কথাও তুলে ধরেন মেয়র।

এ সময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর জালাল আহমদ, ফয়ছল আহমদ, নাহিদ হোসেন, পার্থ সারথী পাল, সংরক্ষিত নারী কাউন্সিলর নাজমা বেগম, জাহানারা বেগম, জিম্মি আক্তার, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, পৌর কর্মকর্তা, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা ।

টিএইচ