বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে খাদ্য সহায়তা প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে খাদ্য সহায়তা প্রদান

এনজিও সংস্থা আশা বন্যাদূর্গত মানুষের জন্য নিজস্ব তহবিল থেকে ৫৯ কোটি ৮০ লাখ টাকার খাদ্য সহায়তা, নগদ সহায়তা ও পূণর্বাসন কার্যক্রম গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় আশা-মৌলভীবাজার জেলা বন্যার্তদের সহযোগিতার জন্য জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্যসহায়তা প্রদান করেছে।  

গতকাল বুধবার জেলা প্রশাসকের পক্ষে খাদ্য সহায়তা গ্রহণ করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  মো. আব্দুস সালাম চৌধুরী।  এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো.  আমিরুল ইসলাম, ডিস্ট্রিক্ট ম্যানেজার। 

মো. আব্দুল আহাদ, রিজিওনাল ম্যানেজার মো. আকছির মিয়া, জেলা অডিটর মো. শফিকুল ইসলাম, সিনিয়র ম্যানেজার মো. আব্দুল হক, মৌলভীবাজার প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর বহমান রাহেল প্রমুখ। এ সময় এডিশনাল ডিভিশনাল ম্যানেজার মো. আমিরুল ইসলাম বলেন, যেকোন দুর্যোগে মৌলভীবাজার আশা মানুষের সেবায় পাশে আছে সব সময় থাকবে।  

জেলার বিভিন্ন উপজেলার বন্যার্তদের মধ্যে ১১৫০টি খাদ্যসামগ্রীর প্যাকের মধ্যে রয়েছে চাল-৫ কেজি, তেল-১ লিটার, ডাল-১ কেজি, চিড়া ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, লবণ ১ কেজি, ওর স্যালাইন ৫টি ও পানি ২ লিটার।

টিএইচ