বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা

পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেশার্স প্রশিক্ষণ কর্মশালা ২০২৪-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) জেলা প্রশাসন ও বিআরটিএ আয়োজনে জেলা প্রশাসক হলরুমে বিআরটিএ মৌলভীবাজার সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মু. হাবিবুর রহমানের সভাপতিত্বে।

প্রধান অতিথি হিসাবে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।

প্রধান অতিথি তার বক্তব্য বলেন, গাড়ি চালালে সাবধানে চালাতে হবে। নির্ধারিত স্থান ছাড়া গাড়ি থামানো যাবে না। নির্ধারিত গতি সীমা না মেনে গাড়ি চালানো যাবে না।

অভারটেকিংটা সতর্কতার সহিত করতে হবে। কোনোভাবে গাড়ি অসাবধানে চালানো যাবে না। মানুষের জীবন অনেক মূল্য। একজন চালকের হাতে শত শত দায়িত্ব নির্ভর করে। বিআরটিএ কোনো অদক্ষ চালকের হাতে লাইসেন্স তুলে দেয় না। পেশাগত ড্রাইভাররা সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।

প্রশিক্ষণ কর্মশালায় মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস ডা. মুরাদে আলম ও পুলিশ পরিদর্শক অনিল বিকাশ চাকমা, সাংবাদিক মো. মাহবুবুর রহমান রাহেলসহ চালকরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে প্রায় ২০০ জন পেশাদার গাড়িচালক অংশগ্রহণ করেন।

টিএইচ