সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে ইউএনওর নির্বাচনি আলোচনা সভা

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে ইউএনওর নির্বাচনি আলোচনা সভা

ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর ইউনিয়নের আগামী ১৬ মার্চ চেয়ারম্যান পদে উপনির্বাচনকে ঘিরে সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্য আইনশৃঙ্খলা বিষয়ক আলোচনা করেন, সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম ও কোতোয়ালি মডেল থানার ওসি শাহ্ কামাল আকন্দ (পিপিএম-বার)।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে যেসব পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন তা অবশ্যই করা হবে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের উদ্দেশ্য বলেন, আপনারা নিয়মনীতি মেনে সুষুমভাবে নিরেপক্ষ নির্বাচন উপহার দিতে কাজ করে যাবেন। 

আমরা সার্বিকভাবে সহযোগিতা করব। এ সময় ওসি শাহ্ কামাল আকন্দ বলেন, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সবার সার্বিক সহযোগিতা চেয়েছেন। নির্বাচন ঘিরে কোনো অপ্রীতিকর ঘটলে সাথে সাথে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। আমরা সবসময় মাঠে আছি।

টিএইচ