সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহের বলাশপুর এলাকায় ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-গৌরীপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১১ ডিসেম্বর) সকালে ৭টা ৪০ মিলিটে নগরীর বলাশপুর এলাকায় ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

লোকোসেডের ইনচার্জ মো. আবদুর রহিম বিষয়টি নিশ্চিত করে সংবাদমাধ্যমকে বলেন, সকাল সাড়ে সাতটার দিকে চট্টগ্রামগামী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। উদ্ধার কাজ চলছে। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

ইএফ