ময়মনসিংহ হানাদারমুক্ত দিবস পালিত হয়। রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ময়মনসিংহ শহরের ঐতিহাসিক ছোট বাজার মুক্তমঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, কবুতর ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিত উর রহমান শান্ত।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মো. পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, বীর মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। মুক্তদিবসে বিনম্র শ্রদ্ধা জানিয়ে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের সব শহীদ বীর মুক্তিযোদ্ধাদের। বক্তারা বলেন, আসুন হিংসা ও ভেদাভেদ ভুলে গিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে দেশগঠনে আত্মনিয়োগ করি।
১৯৭১ সালের ৭ ডিসেম্বর বীর মুক্তিযোদ্ধারা হালুয়াঘাট দখলদার বাহিনীর হাত থেকে মুক্ত করেন। ৮ ডিসেম্বর ফুলপুর ও ভালুকা, ফুলবাড়ীয়া, গৌরীপুর উপজেলা এবং ১০ ডিসেম্বর মুক্তাগাছা উপজেলাকে মুক্ত করেন। প্রতিবছর জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ ময়মনসিংহে ঐতিহাসিক ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপন করে আসছে। বিজয়ের মাস ডিসেম্বর।
৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধে ৩০ লাখ শহীদ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে এ মাসেই জাতির চূড়ান্ত বিজয় অর্জিত হয়। দীর্ঘ আন্দোলন, সংগ্রাম ও রক্তের বিনিময়ে স্বপ্নের স্বাধীনতা অর্জিত হয়।
টিএইচ