শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

যমুনা চরে মহিষ ও গরুর যাযাবর খামার

এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

যমুনা চরে মহিষ ও গরুর যাযাবর খামার

দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত মহিষ ও গরু নিয়ে জমায়েত হয়েছে চর জাগা যমুনার বুকে। আর এই গরু ও মহিষের খামার দেখতে প্রতিদিন শত শত মানুষ জমায়েত হচ্ছে যমুনার চর জাগা সবুজের বুকে। এই যাযাবর খামারগুলো দেশের বিভিন্ন জেলা হতে একত্রিত হয়ে যমুনার চরে মহিষ ও গরুর ভরণ পোষণ করছে। তারা সবুজ কাশফুল দিয়ে মহিষ ও গরুর খাদ্যের যোগান দিচ্ছেন। 

বিশাল এলাকার উপর অবস্থিত এই খামারের এক প্রান্তে নদী রয়েছে যা খামারিদের জন্য মহিষ ও গরুগুলোর পানি পান করা ছাড়াও গোসল করানো সুবিধা পাচ্ছে। তাদের খামারে বহু প্রজাতির মহিষ ছাড়াও রয়েছে গরুর বিভিন্ন জাত। 

এদের মধ্যে মানিকগঞ্জ, বগুড়া, জামালপুর জেলা থেকে একত্রিত হয়ে এনায়েতপুর থানা আওতাধীন ঘাটাবাড়ী, উতুলি, বাঐখোলা, মালিপাড়া, নওহাটা, তেগুরী, গোসাইবাড়ি, কুচেমোড়া ইত্যাদি স্থানে অবস্থান করছে। সরেজমিনে দেখা যায় তাদের এ খামারে প্রায় ৪শ ছোট বড় মহিষ  ছাড়াও কয়েক’শ গরু রয়েছে। 

গরু ও মহিষের খামারীদের একজন মকবুল হোসেন বলেন, আমার ১৫টি মহিষ রয়েছে। আমার মতন অনেকে একসাথে এসে এখানে মহিষ ও গরুগুলো খাওয়াচ্ছে। তিনি আরো বলেন, আমাদের এলাকায় ঘাস কম থাকায় এখানে এসেছি, প্রায় ছয় মাস যাবৎ অবস্থান করছি আগামী বর্ষা মৌসুমে যার যার এলাকায় চলে যাব। 

আরেক খামারী জাহিদ হোসেন বলেন, এখানে নদী নিকটে হওয়ায় এবং সবুজ ঘাস বেশি হওয়ার কারণে খামার পরিচালনা করতে খুব সহজলভ্য হচ্ছে। তিনি আরো বলেন, এখানকার লোকজন অনেক ভাল। আমাদের খুবই সাহায্য সহযোগিতা করছে, আশা করি প্রতি বছর এই সময়ে আমরা এখানে গরু ও মহিষ নিয়ে আসি এবং ভবিষ্যতেও আসব।

টিএইচ