রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে ইপিজেডের অধিগ্রহণকৃত জমি দখল গ্রহণ ও হস্তান্তর

অভয়নগর (যশোর) প্রতিনিধি

যশোরে ইপিজেডের অধিগ্রহণকৃত জমি দখল গ্রহণ ও হস্তান্তর

যশোরের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা প্রকল্পের অধিগ্রহণকৃত জমি প্রত্যাশী সংস্থার অনুকূলে দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়েছে। শনিবার (২৩ মার্চ) যশোরের অভয়নগর উপজেলার প্রকল্প এলাকা বালিয়াডাঙ্গা গ্রামে দখল গ্রহণ ও হস্তান্তর করা হয়। 

যশোর জেলা প্রশাসক ৫০৩ একর প্রায় ৩শ কোটি টাকার মুল্যে জমি ইপিজেড কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করলেন। 

যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদারের সভাপতিত্বে জমি হস্তান্তর করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বেপজার যুগ্ম সচিব ও সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম। 

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার, অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদ, স্থানীয় প্রেমবাগ ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সাধারণ সম্পাদক মোজাফ্ফার আহমেদ। 

জানা যায়, হস্তান্তরযোগ্য জমি মাগুরা মৌজায় ১.২৯০ একর, রাজাপুর মৌজায় ৯০.৬৮৫ একর, প্রেমবাগ মৌজায় ১৭৫.০৮২ একর, চেঙ্গুটিয়া মৌজায় ২৬.৭৮ একর, আরাজি বাহিরঘাট মৌজায় ৯৭.৬৯৭ একর, বালিয়াডাঙ্গা মৌজায় ১০৯.৭৭২ একর, মহাকাল মৌজায় ১.৪৫০ একর, আমডাঙ্গা মৌজায় ০.১৫০ একর। মোট জমির পরিমাণ ৫০২.৯০৬ একর। যার প্রাক্কলিত মূল্য ২৬৬ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৫৩১ টাকা ৯৮ পয়সা মাত্র।

টিএইচ