তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে যশোর অঞ্চলের কৃষি সমপ্রসারণ প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সোমবার (১৭ ফেব্রুয়ারি) থেকে যশোর সদর উপজেলা পরিষদ ক্যাম্পাসে শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) কৃষি সমপ্রসারণ অধিদপ্তর যশোর সদর উপজেলার উদ্যোগে কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন করেন সদর ইউএনও শারমিন আক্তার।
উদ্বোধন দিনে মেলায় বিভিন্ন ধরনের ২০টি কৃষি স্টল শোভা পায়। বিভিন্ন স্টলের মধ্যে চোখে পড়ার মধ্যে ছিল জিনিয়া মাশরুম সেন্টার, খেজুরের রসের স্টল, সুব্রত শুভ ভ্রমি কম্পোস্ট, নার্সারি, কৃষি উইংসহ আরও বিভিন্ন আইটেমের স্টল। আগামী ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ মেলা।
উদ্বোধনী দিনে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন যশোর সদর ইউএনও শারমিন আক্তার। শুরুতে সদর উপজেলা ক্যাম্পাসে একটি র্যালি প্রদক্ষিণ শেষে বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- সদর উপজেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মো. হাসান আলী, কৃষি কর্মকর্তা হুমায়ুন কবিরসহ অন্য অতিথিরা। সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষি অধিদপ্তরের কৃষি কর্মকর্তা জাহিদ হোসেন
টিএইচ