রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

যশোর প্রতিনিধি

যশোরে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) কৃষিযন্ত্র উদ্ভাবনী প্রতিভা অন্বেষণ শীর্ষক সেমিনার ও বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা সোমবার (১৮ নভেম্বর) যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।  

কৃষি যন্ত্রপাতি ও লাগসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে ফসল উৎপাদন ব্যবস্থাকে অধিকতর লাভজনক করা (এফএমডি) প্রকল্পের অর্থায়নে সেমিনারের আয়োজন করে বারির ফার্ম মেশিনারি এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. কাওছার উদ্দিন আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার।

বিশেষ অতিথি ছিলেন, ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. রশিদুল আমীন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির এফএমপিই বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন, রোকনুজ্জামান, বৈজ্ঞানিক কর্মকর্তা, আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোর এবং সেমিনারটি সঞ্চালনা করেন গাজীপুরের বৈজ্ঞানিক কর্মকর্তা, এফএমপিই বিভাগ, (বারি) শাম্মী আক্তার। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার বলেন, কৃষিক্ষেত্রে প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যতে কৃষিতে আবাদ বাড়বে, জীবাণুমুক্ত ফসল উৎপাদন হবে এবং কৃষকরা উপকৃত হবে। এর ফলে আমাদের দেশ আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। 

টিএইচ