সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে তিন চোরাচালানির যাবজ্জীবন

যশোর প্রতিনিধি

যশোরে তিন চোরাচালানির যাবজ্জীবন

যশোরে স্বর্ণ চোরাচালান মামলায় তিন আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (৬ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাজুল ইসলাম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি আসাদুজ্জামান। 

সাজাপ্রাপ্তরা হলেন— মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা এবং ঢাকার গেণ্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোড়ের পংকজ দত্ত।

আদালত সূত্র জানায়, ২০২০ সালের ৩০ নভেম্বর যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যশোর-মাগুরা সড়ক থেকে স্বর্ণ নিয়ে পাচারকারীরা আসছেন। 

তাৎক্ষণিক কামান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজার সমন্বয়ে একটি টিম যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর বাজার পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। 

শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন সাড়ে তিন কেজি। যার দাম দুই কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা। 

এ ঘটনায় বিজিবি মামলা করে। মামলাটি তদন্ত করে সিআইডি ওই তিনজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন। মঙ্গলবার (৬ জুন) আসামিদের উপস্থিতিতে এ সাজা প্রদান করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

টিএইচ