বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে দুদিনে ১৫৪ মিলিমিটার বৃষ্টি সড়কে পানি

যশোর প্রতিনিধি

যশোরে দুদিনে ১৫৪ মিলিমিটার বৃষ্টি সড়কে পানি

বৃষ্টিতে যশোর পৌরসভার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। গত দুদিনের বৃষ্টিতে শহরের খড়কি, ষষ্ঠিতলা, টিবি ক্লিনিক ও শংকরপুর এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এমনকি অনেকের বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

যশোর বিমানবাহিনীর আবহাওয়া বিভাগের তথ্যমতে, যশোরে গত দুদিনে ১৫৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ১১৯ মিলিমিটার এবং তার আগের ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। 

এ বৃষ্টিতে শহরের খড়কি এলাকার শাহ আবদুল করিম সড়ক, খড়কি রূপকথা মোড় থেকে রেললাইন এলাকা, ষষ্ঠিতলার পিটিআই সড়ক, বেজপাড়া টিবি ক্লিনিক এলাকা ও শংকরপুর এলাকার কয়েকটি সড়কে ড্রেনের পানি উপচে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এসব এলাকার অনেকের বাড়িঘরেও পানি ঢুকে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন রিকশাচালক, পথচারী ও এলাকাবাসী।

যশোর পৌরসভার প্যানেল মেয়র মোকসিমুল বারী অপু জানান, শহরের পানি যে পথ দিয়ে হরিনার বিলে পড়ত, সেসব স্থানে বড় বড় ভবন হওয়ায় পানি বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে শহরের কিছু কিছু সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। 

তিনি আরও বলেন, নতুন একটি প্রজেক্টে পানি নিষ্কাশনের জন্য একটি খাল খননের প্রচেষ্টা অব্যাহত আছে। সেটি সম্ভব হলে জলাবদ্ধতা নিরসন সম্ভব হবে।

টিএইচ