বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

যশোরে পৃথক ঘটনায় দুই খুন

যশোর প্রতিনিধি

যশোরে পৃথক ঘটনায় দুই খুন

যশোরের সদর উপজেলায় পৃথক ঘটনায় দুটি খুনের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে উপজেলার ঘুরুলিয়া ও পূর্ববারান্দী নাথপাড়ায় এ দুটি খুনের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাহিদ (১৮) ও ইউনুস (২৭)। তাদের লাশ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত ইউনুস ঘুরুলিয়া গ্রামের লতিফ মিয়ার ছেলে ও নিহত নাহিদ শেখহাটি গ্রামের বাচ্চু শেখের ছেলে।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউছুপের ছোট ভাই ইউনুছের সাথে পারিবারিক কলহের কারণে হাতাহাতি হয়। এসময় ইউসুফ তার ভাই ইউনুসের বুকে ছুরিকাঘাত করে। হাসপাতালে আনার পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সূত্র আরো জানায়, ওইদিন রাত ৯টার দিকে দুর্বৃত্তরা পূর্ববারান্দী নাথপাড়া নদীপাড়ের মাঠে নাহিদের গলায় ছুরিকাঘাত করে চলে যায়। নাহিদের গোংড়ানোর শব্দ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালে আনার পরে নাহিদের মৃত্যু হয়।

হাসপাতালের চিকিৎসক সালাউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। মূলত প্রচুর রক্তক্ষরণে তারা মারা যায়।

যশোর সদর থানার ওসি তাজুল ইসলাম বলেন, পৃথক দুই ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে খুন হলো পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।  এবং বিভিন্ন মোড়ে টহল জোরদার করা হয়েছে।

টিএইচ