বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

এম এ রহমান, যশোর

যশোরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন

যশোরে বর্ণাঢ্য আয়োজনে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ-২০২৩ উদযাপন দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে করদাতাদের কাঙ্ক্ষিত সেবা প্রদানের অঙ্গীকার ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’ এই স্লোগানকে ধারণ করে জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোর প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ।

রোববার (১০ ডিসেম্বর) ভ্যাট দিবস এবং ১০-১৫ ডিসেম্বর, ২০২৩ ভ্যাট সপ্তাহ। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে ভ্যাটের অপরিহার্যতা এবং ভ্যাট প্রদানে সবাইকে উদ্বুদ্ধকরণের জন্য শুল্ক ও ভ্যাট অনুবিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সারাদেশে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ পালিত হচ্ছে। 

এ বছরে ভ্যাট দিবসের মূল প্রতিপাদ্য হলো ‘আমার ভ্যাট আমি দিব, কেনার সময় চালান নিব’। এ উপলক্ষে রোববার (১০ ডিসেম্বর) সকালে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের সদর দপ্তরে সেমিনারের আয়োজন করা হয়েছে।

 সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আবদুল হাকিম, বিশেষ অতিথি ছিলেন ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি, খবির উদ্দিন আহমেদ। 

সভাপতিত্ব করেন যশোর ভ্যাট কমিশনারেটের কমিশনার, মো. কামরুজ্জামান। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, যশোরের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সেলিম শেখসহ এ কমিশনারেটের সব বিভাগ ও সার্কেলের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী প্রতিনিধি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ উপস্থিত ছিলেন।

টিএইচ