রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

যশোরে স্বামীর শরীরে এসিড পুশ করে হত্যার দায় স্বীকার

যশোর প্রতিনিধি 

যশোরে স্বামীর শরীরে এসিড পুশ করে হত্যার দায় স্বীকার

যশোরে পরকীয়ায় জড়িয়ে পথের কাটা স্বামীকে অভিনব কৌশলে হত্যার কথা স্বীকার করেছেন স্ত্রী। প্রথমে খাবারের সাথে ঘুমের ট্যাবলেট ও পরে ঘুমন্ত দেহে সিরিঞ্জের মাধ্যমে মোবাইল ফোনের ব্যাটারি থেকে নিসৃত অ্যাসিড পুশ করে হত্যা করা হয়েছে। 

নিহতের নাম জহির হাসান। তিনি যশোর শহরের হুশতলার মৃত হোসেন আলীর ছেলে। পেশায় তিনি চশমার মেকার ছিলেন। অভিযুক্ত স্ত্রী শেফালী বেগম শহরে একটি ক্লিনিকে আয়ার কাজ করেন। পুলিশ তাকে আটক করেছে। হত্যায় ব্যবহূত সরঞ্জাম উদ্ধার হয়েছে।

এর আগে গত মঙ্গলবার জহির হাসানকে যশোর জেনারেল হাসপাতারে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
  
নিহতের ছোট ভাই শাওনেওয়াজ বলেন-ভাইকে হত্যা করে হার্ট অ্যাটাক করেছে বলে প্রচার করে স্ত্রী শেফালী বেগম। কিন্তু আমাদের সন্দেহ হলে পুলিশে খবর দেয়। তাৎক্ষণিক পুলিশ তাকে হেফাজতে নেয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল জানান, শহরের শংকরপুরের এক যুবকের সঙ্গে পরকীয়া সর্ম্পক রয়েছে নিহত জহির হাসানের স্ত্রী শেফালী বেগমের। এ নিয়ে গত সোমবার স্বামী জহিরের সঙ্গে তার গোলযোগ হয়। তারপরই শেফালী স্বামীকে হত্যার পরিকল্পনা চূড়ান্ত করে। 

তিনি আরও বলেন-আসামি শেফালীকে গ্রেপ্তার করে তার স্বীকার মতে হত্যায় ব্যবহূত আলামত হিসেবে ভাঙা মোবাইল, ব্যাটারির অংশ বিশেষ, নিহতের ঘর থেকে এবং মনিহার ফলপট্টি রোড থেকে হত্যাকাজে ব্যবহূত সিরিঞ্জ, ঘুমের ওষুধের খালিপাতা এবং আসামির কর্মস্থল মাতৃসেবা ক্লিনিক থেকে নমুনা সিরিঞ্জ ও ঘুমের ওষুধ জি-ডায়াজিপাম ৫ মিলিগ্রাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই গাজী শাহনেওয়াজ কোতয়ালী থানায় এজাহার দায়ের করেছেন। কোতয়ালী মডেল থানার মামলা নং- ৩৬। 

এদিকে, বুধবার (১০ মে) অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান প্রেস ব্রিফিংয়ে বলেন, অভিযুক্ত শেফালী বেগম হত্যার দায় স্বীকার করেছে। বলেছে হত্যার কৌশলের কথাও।

টিএইচ