যশোর মঙ্গলী খাতুন পলি (৩২) নামে হাত পা বাধা অবস্থায় এক হিজড়ার গলাকাটা মরদেহ পুলিশ উদ্ধার করেছে। গত শুক্রবার রাত আটটার দিকে জেলার মনিরামপুর উপজেলার মাছনা মোল্লাপাড়া খানপুর ইউনিয়নের মাছনার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে মনিরামপুর থানা পুলিশ। সে মনিরামপুর মাছনা গাজিপাড়া এলাকার মৃত আব্দুল খালেক গাজীর মেয়ে।
নিহতের প্রতিবেশী মাসুরা খাতুন বলেন, প্রতিদিনের মত শনিবার (২৯ জুন) তৃতীয় লিঙ্গের মঙ্গলী খাতুন পলি বাইরের কাজ সেরে বাড়িতে যায়। গত শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার কোন খোঁজ খবর না পেয়ে সন্ধ্যায় আমি তার গেটের কাছাকাছি গিয়ে তাকে ডাকা-ডাকি করি।
কিন্তু ভিতর থেকে তার কোনো সাড়াশব্দ না পেয়ে আশেপাশের লোকজনকে বলি। পরে আশেপাশের লোকজন ও এসে তাকে ডাকাডাকি করে এবং গেটে ধাক্কাধাক্কি করে। তার কোন সাড়া শব্দ না পাওয়ায় পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে গিয়ে গেট ভেঙে ঘরের ভিতর থেকে মঙ্গোলী খাতুন পলির মরদেহ উদ্ধার করেন।
মনিরামপুর থানার ওসি মেহেদী মাসুদ বলেন, কে বা কারা কি কারণে তাকে এই নৃশংসভাবে হত্যা করেছে সে বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। হত্যাকাণ্ডের কারণ খুঁজতে যশোর পুলিশের কয়েকটি টিম তদন্ত চালাচ্ছে।
ধারণা করা হচ্ছে গত শুক্রবার রাতের যে কোনো সময় তাকে দুর্বৃত্তরা হত্যা করেছে। তদন্তের পরেই বিস্তারিত জানা যাবে বলে জানান এ কর্মকর্তা।
টিএইচ