পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের ভোগান্তি লাঘব ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ট্র্যাফিক ও হাইওয়ে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী দেশের প্রধান সড়কগুলোর গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছে।
এই কর্মসূচির অংশ হিসেবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার বাজার এলাকায় অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে ৩৩ পদাতিক ডিভিশনের অধিনে বুড়িচং সেনাক্যাম্পের সদস্যরা দায়িত্ব পালন করছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বুড়িচং সেনাক্যাম্পের দায়িত্বরত ১২ বীর মেজর সানিউল আলমের নেতৃত্বে সেনা সদস্যরা যানজট নিরসনে কাজ শুরু করেন। এছাড়াও সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, আনসার সদস্যরা মহাসড়কে কাজ করছে।
মেজর সানিউল আলম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কটি অতি গুরুত্বপূর্ণ সড়ক, এ সড়কটির বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে যাত্রী ওঠা নামা, উল্টো পথে গাড়ি চলাচল, সড়কের উপর অবৈধ স্থাপনা, নিষিদ্ধ থ্রি হুইলার চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া অতিরিক্ত গতিতে গাড়ি চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটছে। এ সকল বিষয় মাথায় নিয়ে ও ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছে।
তিনি সব বাস মালিক সমিতি ও চালকদের ফিটনেসবিহীন গাড়ি না চালানো, অধিক গতিতে গাড়ি চালানো, যত্রতত্র গাড়ি থামিয়ে যাত্রী উঠা নামা না করা, অযথা লেন পরিবর্তন, ক্লান্তি নিয়ে গাড়ি চালানো হতে বিরত থাকার অনুরোধ করেন।
টিএইচ