বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

যেকোনো দুর্যোগে সরকার পাশে আছে : বন্যা পরিদর্শনে সচিব

ময়মনসিংহ প্রতিনিধি

যেকোনো দুর্যোগে সরকার পাশে আছে : বন্যা পরিদর্শনে সচিব

‘ঝড়, অতিবৃষ্টি, বন্যা, খরা, যেকোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সবসময় আপনাদের সঙ্গে আছে সরকার।’ বন্যাকবলিত এলাকা দেখতে এসে একথা বলেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না। 

বৃহস্পতিবার (১০ অক্টোবর) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন সচিব। পরিদর্শনকালে সচিব বন্যায় ভাসমান বিভিন্ন স্থান ঘুরে দেখেন। পরিদর্শন শেষে হালুয়াঘাট উপজেলার বিলডোরার রহেলা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন তিনি। 

জেলা প্রশাসক মুফিদুল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সচিব। সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

প্রধান অতিথি বলেন, দেশের যেকোনো জায়গায় যেকোনো দুর্যোগ, ভালো-মন্দ, যাই কিছু ঘটুক না কেন আমরা যারা কেন্দ্রে আছি বর্তমান যুগে তাৎক্ষণিক সবাই জানতে পারি। বন্যা চলাকালীন আপনাদের সহযোগিতার জন্য সরকার যেমনভাবে পাশে আছে বন্যা পরবর্তী পুনর্বাসনেও সেভাবে পাশে থাকবে এবং কাজ করে যাবে। 

মতবিনিময় শেষে সচিব সমপ্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় ও হালুয়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় প্রায় ৩৫০ জন বন্যার্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

বন্যা পরিস্থিতি পরিদর্শনের সময় সেনাবাহিনীর প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, হালুয়াঘাটের ইউএনও মো. এরশাদুল আহমেদ, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জান্নাত আরা, থানার ওসিসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সচিব পরে হালুয়াঘাট কেন্দ্রীয় দুর্গা মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে উপজেলার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

টিএইচ