জুলাই গণঅভ্যুত্থানে স্বৈরাচার হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে পুরোদমে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। সারা দেশে জেলা-উপজেলা পর্যায়ে পথসভা থেকে শুরু করে জনসভা করছে দলটি। নেতাকর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে লড়তে প্রস্তুতিও নিচ্ছে।
এ ধারাবাহিকতায় সারা দেশের মতো রংপুরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। শুধু রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও প্রার্থীর নাম প্রকাশ করেনি দলটি। শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি জানিয়েছেন রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী।
প্রাথমিকভাবে চূড়ান্ত হওয়া প্রার্থীরা হলেন- রংপুর-১ (গংগাচড়া ও সিটি করপোরেশনের আংশিক) আসনে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী, রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন) আসনে কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী এবং রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিন।
এদিকে রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী বলেন, সারা দেশের মতো রংপুরেও নির্বাচনের প্রস্তুতি হিসেবে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সংসদীয় ছয়টি আসনের মধ্যে শুধু রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনে এখনও দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়নি। তবে খুব দ্রুত সময়ের মধ্যে ঘোষণা করা হবে।
তিনি আরও বলেন, এটা দলের প্রাথমিক যাচাই-বাছাই ও মূল্যায়ন। জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হলে তখন কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। কালো টাকা এবং পেশীশক্তির প্রভাবমুক্ত নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতিনিধিত্ব দেখতে চায় দেশের মানুষ। এজন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতাকর্মীদের মধ্যে দল গোছানো এবং নির্বাচনের প্রস্তুতি গ্রহণের কর্মপরিকল্পনা শুরু হয়েছে।
টিএইচ