শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের পর্দা উঠলো

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্সের পর্দা উঠলো

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্যা আর্ট অব সোসাল চেইঞ্জ শীর্ষক তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে ভারত, মালেশিয়াসহ দেশ বিদেশের বরেণ্য শিক্ষবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন। 

শুক্রবার (১৬ জুন) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনে উদ্বোধন করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শাহ্ আজম, ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য  প্রফেসর ড. সুজিত কুমার বসু। 
 
কনফারেন্সের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। তিনি বলেন, দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তিনদিন ব্যাপী এই কনফারেন্স আয়োজন করতে পেরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনন্দিত। 

গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফারেন্স আগত অতিথি, শিক্ষক, গবেষক, ডেলিগেট এবং কনফারেন্স আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ। 

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত  তিনদিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের দ্বিতীয় দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য প্রফেসর ড. পবিত্র সরকার, মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নরিজা বিনতে মোস্তামিল, রবীন্দ্র সংগীত বিশেষজ্ঞ রেজওয়ানা চৌধুরী বন্যা (ভার্চ্যুয়ালি সংযুক্ত ছিলেন)  এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। 

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের লেকচার থিয়েটার, সংগীত বিভাগের মিউজিক স্টুডিও এবং সীমান্ত কনভেনশন সেন্টারে টেকনিক্যাল সেশনগুলো পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।

টিএইচ