পবিত্র মাহে রমজান উপলক্ষে নওগাঁর রাণীনগরে ন্যায্যমূল্যের দোকান দিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের প্রধান গেটের পাশে রোববার (২ মার্চ) সকাল থেকে এ ন্যায্যমূল্যের দোকান চালুু করা হয়েছে।
উপজেলার বাজারগুলোতে দিন দিন বেড়েই চলেছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এতে করে চরম বেকায়দায় পড়েছেন খেটে খাওয়া স্বল্প আয়ের মানুষ। প্রতিদিন বাজারে বাজার করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে তাদের। এরই মধ্যে জেলা প্রশাসকের নির্দেশনায় রাণীনগর উপজেলা প্রশাসনের পরিচালনায় করা ন্যায্যমূল্যের দোকানে স্বল্প আয়ের মানুষের স্বস্তি মিলেছে। প্রথম দিনেই ন্যায্যমূল্যের দোকানে পণ্য কিনতে ভিড় করতে দেখা গেছে স্বল্প আয়ের মানুষকে।
এই ন্যায্যমূল্যের দোকানে- গরুর মাংস ৬৪০ টাকা কেজি, বোতলজাত সয়াবিন তেল ১৭৫ টাকা লিটার, বোতলজাত সরিষা তেল ১৮০ টাকা লিটার, চিনি ১২০ টাকা কেজি, ডাল ১১৩ টাকা কেজি, মুড়ি ৯০ টাকা কেজি, চিড়া ভাজা ৯০ টাকা ও কাঁচা ৬৮ টাকা কেজি, ডিম ৩৮ টাকা হালি, দুধ ৬৫ টাকা লিটার ও ছোলা বুট ১০০ টাকা কেজি পাওয়া যাচ্ছে। এ দোকানে প্রতি শুক্রবার মিলবে গরুর মাংস।
ক্রেতারা বলেছেন, বাজারে এসব পণ্যে দামের চাইতে ন্যায্যমূল্যের এই দোকানে অনেক কম দামে পণ্য মিলছে। এতে করে স্বল্প আয়ের মানুষ স্বস্তি পাচ্ছে। ন্যায্যমূল্যের দোকানে প্রয়োজনীয় আরও কিছু পণ্য যুক্ত করার দাবি তাদের।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান বলেন, রমজান উপলক্ষে এবং স্বল্প আয়ের মানুষের দিক বিবেচনা করে জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় উপজেলা প্রশাসন ন্যায্যমূল্যের এই দোকান করেছে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দোকানে আরও কিছু পণ্য যুক্ত করার পরিকল্পনা রয়েছে। মাসব্যাপী ন্যায্যমূল্যের এ দোকান থাকবে।
টিএইচ