বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাউজান প্রেস ক্লাব কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময়

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজান প্রেস ক্লাব কমিটির সঙ্গে ইউএনওর মতবিনিময়

রাউজান প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন রাউজান উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৯ নভেম্বর) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাব সভাপতি ও ইনকিলাব প্রতিনিধি মাওলানা এম বেলাল উদ্দীন। 

সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ইউএনও অংগ্যাজাই মারমা। বক্তব্যে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, সাংবাদিক মীর মোহাম্মদ আসলাম, শফিউল আলম, প্রদীপ শীল প্রমুখ। উপস্থিত ছিলেন সাবেক সেক্রেটারি এস এম ইউছুফ উদ্দিন, গাজী জয়নাল আবেদীন জুবায়ের, বর্তমান কমিটির সিনিয়র সহ সভাপতি এম রমজান আলী প্রমুখ। 

ইউএনও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যদি সঠিকভাবে ব্যবহার করা না হয় অথবা সংবাদ মাধ্যম যদি কোনো দুরভিসন্ধি নিয়ে অসত্য বা অর্ধসত্য সংবাদ প্রচার করে, তা দেশ, জাতি ও সমাজের ক্ষতির কারণ হতে পারে। তিনি বলেন, আমি আপনাদের সাথে মিলিত হতে পেরে নিজেকে আনন্দিত মনে করছি।

টিএইচ