বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রাউজানে চিরকুট লিখে এনজিও কর্মীর আত্মহত্যা

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি 

রাউজানে চিরকুট লিখে এনজিও কর্মীর আত্মহত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় চিরকুট লিখে জুবলি আকতার নামে (২৮) সমবায় সমিতির এক নারী কর্মী আত্মহত্যা করেছে। গত শুক্রবার রাউজান পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের মনো সারাং বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সঙ্গে তিন পৃষ্ঠার একটি চিরকুট উদ্ধার করা হয়। আত্মহননকারী জুবলি ওই এলাকার আবদুস সালামের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ বছর আগে জুবলি আকতারের সঙ্গে কদলপুর ইউনিয়নের সোমবাইজ্জা হাট এলাকার আজিজের বিয়ে হয়। বছর না পুরোতেই বিবাহ বিচ্ছেদ ঘটে। গর্ভের সন্তানের আশায় আর বিয়েতে বসেনি ওই নারী। ছেলে সন্তান ভূমিষ্ট হওয়ার পর বেঁচে থাকার জন্য বৈশাখী শ্রমজীবী সমবায় সমিতিতে হিসাব রক্ষকের চাকরিতে যোগদান করেন। তার ছেলে জিদানের বর্তমান বয়স ৮বছর। 

তার মরদেহের সঙ্গে পুলিশ যে চিরকুট উদ্ধার করেছে সেখানে লেখা আছে। ‘স্যার ওবাইদুল হক (উপজেলা সমবায় কর্মকর্তা), আসসালামু আলাইকুম। স্যার ওরা আমাকে এই পৃথিবীতে আর থাকতে দিল না।

বৈশাখীর (সমবায় সমিতি) জন্য আমি এই পৃথিবী থেকে চলে যেতে বাধ্য হলাম। আপনার থেকে পাওনা ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকাগুলো মাকে দিয়ে দিবেন, প্লিজ স্যার। আমার মা যেন যারা টাকা পাবে তা পরিশোধ করতে পারে। আপনি দশ দিনের মধ্যে দিয়ে দিবেন স্যার প্লিজ।’ 

জুবলির টাকা পাওয়ার বিষয়টি জানতে চাইলে রাউজান উপজেলা সমবায় কর্মকর্তা ওবাইদুল হক বলেন, ‘আমি তার কাছ থেকে ৫ হাজার টাকা নিয়েছিলাম। জিলান নামে সমবায় সমিতির রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিল। তিনি সেই ৫ হাজার টাকা ফেরত দেয়ার কথা জানালেও ৪০ হাজার টাকা লেনদেন অস্বীকার করেন।’ 

এই প্রসঙ্গে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চিরকুটে কি লিখা আছে তা তদন্ত সাপেক্ষে বলা যাচ্ছে না।

টিএইচ