রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাউজানে পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি

রাউজানে পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

চট্টগ্রামের রাউজান উপজেলায় পুকুর থেকে তানহা আকতার (০৯) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২১ জুন) রাউজান উপজেলার ৭নং রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রাম প্রকাশ গুচ্ছ গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। 

স্থানীয় লোকজন জানান, তানহা তার দাদার খোঁজে ঘর থেকে বের হয়েছিল। তাদের বাড়ির সামনের পুকুরে পা ধুতে দেখেছিলেন শাহানারা বেগম নামে স্থানীয় এক নারী। এর আধঘণ্টা পর তানহাকে খুঁজতে বের হন তার মা ইয়াছমিন আকতার। পুকুরে ভাসতে দেখেন তানহার জুতা। এরপর সবাই পুকুরে নেমে তল্লাসি করলে তানহার মরদেহ পাওয়া যায়। 

পরে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তানহা রাউজান সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আদর্শ গ্রাম প্রকাশ গুচ্ছ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মো. মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। ঘটনার বিষয়টি জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন।

টিএইচ