দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পোলিং এজেন্ট প্রশিক্ষণ দিয়েছেন বাংলাদেশ আ.লীগ লংগদু উপজেলা শাখা।
বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা প্রতীকের ২৯৯নং রাঙামাটি আসনের এমপি প্রার্থী দীপংকর তালুকদারের জয় সুনিশ্চিত করতে শুক্রবার (৫ জানুয়ারি) দিনব্যাপী এই প্রশিক্ষণটি লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত পোলিং এজেন্ট প্রশিক্ষণে উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আ.লীগের সদস্য, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব বাবুল দাশ বাবু এবং বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন পোলিং এজেন্ট প্রশিক্ষক ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ।
পোলিং এজেন্ট প্রশিক্ষণে উপজেলা আ. লীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মো. সেলিমের সভাপতিত্বে পোলিং এজেন্ট প্রশিক্ষক ও উপজেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান খান আয়োজিত প্রশিক্ষণ উদ্বোধন করেন।
এসময় রাঙামাটি জেলা আ.লীগের উপদেষ্টা ও উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, লংগদু উপজেলা আ.লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সহ সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীসহ উপজেলা ও ইউনিয়ন আ.লীগের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।
পোলিং এজেন্ট প্রশিক্ষণে উপজেলার ২২টি কেন্দ্র থেকে বাংলাদেশ আ.লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থীর ১৩৮ প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের পর্ব শেষে প্রশিক্ষণার্থীদের প্রশ্নত্তোর পর্বের উত্তর দেন পোলিং এজেন্ট প্রশিক্ষক মো. খলিলুর রহমান খান ও আল মাহমুদ।
টিএইচ