শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

রাঙামাটিতে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় ৩২২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় ৩২২ আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রাঙামাটিতে ‘রিমাল’ মোকাবিলায় রাঙামাটি পৌর এলাকায় ২৯টিসহ  ১০ উপজেলায় সর্বমোট ৩২২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। রোববার (২৬ মে) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বৈঠকে এতথ্য জানানো হয়।

 বৈঠকে বলা হয়, সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় প্রত্যেক উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে। এসময় বৈঠকে দুর্যোগ মোকাবেলায় সকলকে সজাগ থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘূর্ণিঝড় শুরু হলে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সঙ্গে সঙ্গে আশ্রয়কেন্দ্রে চলে যেতে অনুরোধ জানানো হয়।

 বৈঠকে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খানের সভাপতিত্বে এসময়  অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহমদ শফি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি চাকমা, জেলা ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক মো. দীদারুল আলম, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতরা উপস্থিত ছিলেন।

টিএইচ