বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙামাটিতে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটিতে সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা

বর্ণিল আয়োজনে রাঙামাটিতে পাহাড়ের তিন স্বর্ণকন্যা সাফজয়ী নারী ফুটবলারদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাঙামাটি চিংহ্লামং মারী স্টেডিয়ামে উইমেনস সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের এই তিন কন্যাকে রাঙামাটি জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। 

সকালে ঋতুপর্ণা, রূপনা এবং মণিকাকে কাউখালীর ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে সুসজ্জিত ট্রাকে এবং মোটর শোভাযাত্রা যোগে রাঙামাটি শহর প্রদক্ষিণ করে মারী স্টেডিয়ামে নিয়ে আসা হয়।

এরপর আনুষ্ঠানিক আয়োজনের মধ্য দিয়ে জেলার এ তিন কৃতি ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন, রাঙামাটি জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এক লাখ টাকা করে ও রাঙামাটি পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। 

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানসহ অন্যরা সন্মানার চেক ও ক্রেস্ট তুলে দেন। পরে রাঙামাটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ জেলা সর্বস্তরের সাধারণ মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচছা ও সম্মান প্রদান করা হয়। এছাড়াও ফিফার রেফারি ও রাঙামাটির কৃতী সস্তান জয়া চাকমাকে সম্মাননা জানানো হয়।

টিএইচ