সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গাবালীতে গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

রাঙ্গাবালীতে গরু চোরকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে গরু চুরি করতে গিয়ে জনতার হাতে এক ব্যক্তি আটক হয়েছেন। আটক ওই ব্যক্তি একই উপজেলার যুগির হাওলা গ্রামের মোজাম্মেল আকনের ছেলে মো. হাবিব আকন। আটকের পরে স্থানীয় জনতা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে রাঙ্গাবালী থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে।

মামলার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ মে) ভোরে আসামি হাবিব ও তার অজ্ঞাত সহযোগীরা চরমোন্তাজের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মো. রফিক মিয়ার গোয়াল ঘরের তালা ভেঙে একটি গরু নিয়ে ট্রলারযোগে তেতুলিয়া নদী পাড়ি দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়ে স্থানীয় জেলেরা রাতের আঁধারে গরুসহ তাকে দেখে সন্দেহ হলে আটকে রাখে। 

এক পর্যায়ে মানুষের চিৎকার চেচামেচি শুনে গরুর প্রকৃত মালিক রফিক মিয়া ঘটনাস্থলে এসে গরুটি তার বলে শনাক্ত করে। পরে তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ এসে হাবিবকে গরুসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসে এবং চুরির কাজে ব্যবহূত ইঞ্জিনচালিত ট্রলারটি জব্দ করে।

রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন জানান, অভিযুক্ত হাবিব আকন পেশাদার গরু চোর। তার বিরুদ্ধে চুরির দায়ে রাঙ্গাবালী থানায় একটি মামলা হয়েছে, মামলা নং ৮। আসামিকে ইতোমধ্যে গলাচিপা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে প্রেরণ করা হয়েছে।

টিএইচ