পার্বত্য এলাকায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ আবাসিক কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, এ কলেজ ইংরেজি শিক্ষার ভিত আরী মজবুত করতে বাংলা ছাড়া অন্য বিষয়ের সঙ্গে ইংরেজি কারিকুলামে পড়ানোর লক্ষ্য রয়েছে।
আশাকরি এই কলেজের শিক্ষার্থীরা ইংরেজী চর্চার মাধ্যমে ইংরেজীতে ভালো করতে পারবে। রোববার (১০ ফেব্রুয়ারি) পৌর এলাকার রাঙ্গাপানি হ্যাচারি এলাকায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ আবাসিক কলেজের নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এ কথা বলেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আতিকুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, রাঙ্গামাটির সদর জোনের জোন কমান্ডার লে. কর্ণেল এরশাদ হোসেন, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
টিএইচ