সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটি শহীদ মিনারে পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যানসহ সদস্যদের শ্রদ্ধা

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি শহীদ মিনারে পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যানসহ সদস্যদের শ্রদ্ধা

রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী রাঙ্গামাটি জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। গত সোমবার শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবাগত চেয়ারম্যানসহ অন্য সদস্যরা। 

পুষ্পঅর্পণ শেষে বায়ান্ন ভাষা আন্দোলন ও জুলাই-আগষ্টে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা কমনা করা হয়।

এসময় চেয়ারম্যানের সঙ্গে পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ রেজাউল করিম, সদস্য দেব প্রসাদ দেওয়ান, সদস্য ও সাবেক জাতীয় দলের ফুটবলার বরুণ দেওয়ান, হাবিব আজম, প্রণতি রঞ্জন খীসা, রাঙ্গাবি তঞ্চঙ্গ্যা, প্রতুল চন্দ্র দেওয়ান, ক্যওসিংমং, ড্যানিয়েল লাল মুয়ান সাং পাংখোয়া, নাইউ প্রু মারমা, সাগরিকা রোয়াজা, দয়াল দাশ, মিনহাজ মুরশীদ, বৈশালী চাকমা ও লুৎফুন্নেসাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত ১০ নভেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারসহ ১৪ জন সদস্য আনুষ্ঠানিক ভাবে তাদের দায়িত্বভার গ্রহণ করেন। 

টিএইচ