সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের মানববন্ধন

আদিবাসী স্বীকৃতির দাবির অন্তরালে দেশবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙ্গামাটি জেলা শাখা। 

মঙ্গলবার (৮ জুলাই) শহরের বনরূপায় আলিফ মার্কেটের সামনে এ মানববন্ধন ও সমাবেশ করেন নেতরা। এসময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বৃষ্টিকে উপেক্ষা করে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে মানববন্ধনে সমবেত হয়।

পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা সভাপতি মো. হাবীব আজমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, পিসিএনপি নেতা কামাল উদ্দিন, প্রচার সম্পাদক হুমায়ন কবির, পিসিসিপি রাঙ্গামাটি সরকারি কলেজ শাখা আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, পৌর শাখার সভাপতি মো. পারভেজ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম রনি, সাপছড়ি ইউনিয়ন সভাপতি মো. রিয়াজ, সাধারণ সম্পাদক ওমর ফারুক।

টিএইচ