সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে বাজার পরিদর্শনে ডিসি-এসপি

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য রাঙ্গামাটিতে হাট-বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোশারফ হোসেন খান এবং পুলিশ সুপার মীর আবু তৌহিদ। 

সোমবার (১১ মার্চ) রাঙ্গামাটি শহরের বনরুপা বাজারসহ প্রধান প্রধান বাজারগুলোতে পরিদর্শন করেন তারা। এ সময় জেলা প্রশাসক বলেন, পবিত্র মাহে রমজান মাসে জিনিস পত্রের দাম যাতে কোন ভাবে বেড়ে না যায় সেজন্য আমাদের আজকের এই মনিটরিং। 

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের সর্তক করেছি। নিয়মিত বাজার মনিটরিং করা হবে। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিতিত ছিলেন।

টিএইচ