শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে আগামী ১জুন রাঙ্গামাটি পার্বত্য জেলায় সর্বমোট ৮৫ হাজার ৮৬০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন জেলা ডিপুটি সিভিল সার্জন ডা. অমিত দে।

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সোমবার (২৭ মে) জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে ও জাতীয় পুস্টিসেবা, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে সিভিল সার্জন কনফারেন্স হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেলা ডিপুটি সিভিল সার্জন ডা. অমিত দে সাংবাদিকদের এতথ্য জানান। 

জেলা ডিপুটি সিভিল সার্জনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা প্রমুখ। সংবাদ সম্মেলনে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

টিএইচ