রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চারজন আটক

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটিতে সেনা অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ চারজন আটক

পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সমপ্রীতি ও উন্নয়নে স্থানীয়দের নিরাপত্তা প্রদান এবং জনহিতকর কার্য পরিচালনার অংশ হিসেবে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। 

গত শুক্রবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ইমরান আল জিহাদের নেতৃত্বে একটি পেট্রোল রাবার বাগান আর্মি ক্যাম্প হতে রাউজান এলাকায় মো. ইউসুফ ইসলামের নিজ বাড়ি তল্লাশি করে ১টি দেশি অস্ত্র এবং ৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়।

এসময় আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ৫ আগস্ট স্থানীয় আ.লীগ নেতা ওই অস্ত্রটি তার নিকট রেখে যায়। এরপর অভিযানিক দল এবং রাউজান থানা পুলিশের একটি দলসহ ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে অভিযানিক দল ইউসুফসহ আরও ৩ সহযোগীকে আটক করতে সক্ষম হয়। 

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ এবং আসামি মো. ইউসুফ ইসলাম, মো. মনসুর, মো. হেলাল উদ্দিন, মো. আলাউদ্দিনকে চট্টগ্রাম রাউজান থানায় হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের অধীনস্ত রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটি সদর জোন কর্তৃক পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

এসব অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, সশস্ত্র সন্ত্রাসী এবং চাঁদাবাজদের গ্রেপ্তারের ফলে স্থানীয় জনমনে স্বস্তি পরিলক্ষিত হচ্ছে। অন্যদিকে অবৈধ অস্ত্র উদ্ধারে স্থানীয় অধিবাসীরা সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং একই সঙ্গে সেনাবাহিনীকে বিশেষ ধন্যবাদ জানান।

টিএইচ