রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট আ্য্যটাকে মৃত্যু

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি   

রাঙ্গুনিয়ায় মায়ের মৃত্যুর খবর পেয়ে ছেলে হার্ট আ্য্যটাকে মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৪নং মরিয়মনগরের ১নং ওয়ার্ডের পূর্ব সৈয়দবাড়ি মাস্টার পাড়ার আবাসিক এলাকায় মা লায়লা বেগমের মৃত্যুর খবর শুনে আধ ঘণ্টার মাথায় হার্টআ্য্যটাকে ছেলে মো. রেজাউল করিম মারা গেছেন। 

জানা যায়, ওই একই এলাকার বাসিন্দা মরহুম আবুল হাসেমর স্ত্রী লায়লা বেগমের ৬ ছেলে ও ২ মেয়ে সন্তানের মধ্যে নিহত সৌদিপ্রবাসী রেজাউল করিম তৃতীয় ছেলে তার পরিবারে ২টি কন্যা সন্তান রয়েছে। 

এ বিষয়ে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, রেজাউল করিমের মা গত বুধবার চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে রাতে মারা যান। মায়ের মৃত্যু হয়েছে এমন খবর শুনে রাত ১০টার দিকে হার্ট আ্য্যটাক করেন ছেলে। 

তিনি আরও বলেন, পরে রেজাউল করিমকে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানা যায় ছেলে ও মাকে আগামীকাল বৃহস্পতিবার পাগলা মামা মাজার প্রাঙ্গনে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

টিএইচ