রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ী শহর থেকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম বলেন, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ.লীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বারকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
টিএইচ